News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২

শীতলক্ষ্যায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০৮:৫৭ পিএম শীতলক্ষ্যায় অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর পশ্চিমপাড়ের টানবাজার ঘাট থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আমিনুল হক জানান, গত ৭ই জুলাই সকাল সোয়া ৯টায় শীতলক্ষ্যা নদীর টানবাজার ঘাটে অজ্ঞাত ব্যক্তির লাশটি ভাসছিল। অজ্ঞাত এ লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৯শে মার্চ নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন ডিগ্রীরচর এলাকার এস.এস.আর ব্রিকস-১ এর পশ্চিম পাশে ধলেশ্বরী নদী থেকে অজ্ঞাতনামা ১ দিনের নবজাতক এর লাশ উদ্ধার করা হয়েছে। যা এখন পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।

এছাড়াও, গত বছরের ১৯ জুলাই নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাড়ে কদমতলী নিজাম ট্রেডার্স এর পল্টনে যাওয়ার ব্রিজের নীচে থেকে অজ্ঞাতনামা (২৭) এক মহিলার লাশ উদ্ধার করা হয়েছে। যা এখন পর্যন্ত কোনো পরিচয় পাওয়া যায়নি।

অপরাধ বিশ্লেষকদের মতে, হত্যার পর ঘটনা আড়াল করতে অপরাধীরা লাশ পানিতে ফেলে থাকে। বেশির ভাগ লাশ উদ্ধারের সময় পচেগলে বিকৃত হয়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন হয়ে যায়। উদ্ধার করা এসব লাশের পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্ত নিয়ে বিপাকে আছেন আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর তদন্ত কর্মকর্তারা। কিছু লাশের ক্ষেত্রে শরীরে জখমের চিহ্ন দেখে ও ধরণ বুঝে পুলিশ হত্যা মামলা করছে। যেসব লাশে হত্যার আলামত নেই, এসব ঘটনায় অপমৃত্যু মামলা হচ্ছে। এসব হত্যা বা অপমৃত্যুর ঘটনায় করা কিছু মামলার তদন্ত পুরোপুরি সম্পন্ন হলেও বেশির ভাগ আটকে থাকে বছরের পর বছর ধরে।

Islam's Group