News Narayanganj
Bongosoft Ltd.
ঢাকা মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১৩ কার্তিক ১৪৩২

ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে : আল্লামা আব্দুল আউয়াল


দ্যা নিউজ নারায়ণগঞ্জ ডটকম | স্টাফ রিপোর্টার প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৮:৫২ পিএম ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে : আল্লামা আব্দুল আউয়াল

হেফাজতে ইসলামের নায়েবে আমীর ও ডিআইটি রেলকলোনী কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আল্লামা আব্দুল আউয়াল বলেছেন, ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে আমাদের। সরকার বসে বসে কলা ছাবাইবা আর আমাদের মুসলমানদের ইমান আকীদা সবকিছু নিয়ে যাবে সংখ্যালঘুর নামে ক্ষমতার মসনদে তুমাদের বসতেই দেয়া হবে না।

শুক্রবার (১৭ অক্টোবর) জুমআর নামাজের খুতবার বয়ানে তিনি এসব কথা বলেন। আল্লামা আব্দুল আউয়াল বলেন, ইসকনের ব্যাপারে কঠিন পদক্ষেপ না নিলে আগামীতে একটার পর একটা হবে। আমার ব্যাপারে হবে আপনার ব্যাপারে হবে। আমরা চোখে আঙ্গুল দিয়ে বসে থাকবো? তাদের প্রতিহত করা লাগবে।

তিনি আরও বলেন, ইসকনের মতো এসমস্ত কুলাঙ্গাররা ইসলামের দুশমনেরা আমাদের উপড় যদি আক্রমন করে তাহলে মুসলমানদের কি দায়িত্ব? তাদের কোনো দায়িত্ব আছে? এই মুহূর্তে কেউ চুপ থাকেন কেয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবো।

Islam's Group