নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্ৰেডিয়ার জেনারেল (অব:) এম সাখাওয়াত হোসেন ১০ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড পরিদর্শন করেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব নুরুন্নাহার চৌধুরী, জেলা প্রশাসক নারায়ণগঞ্জ মো. রায়হান কবির, পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি,কর্ণফুলী শিপ বিল্ডার্সের এমডি এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার সহ অন্যান্য কর্মকর্তাকে উপস্থিত ছিলেন।
নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা নির্মাণাধীন জাহাজ পরিদর্শন করেন এবং শ্রমিকদের নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বিগত ১৫ বছরে বিভিন্ন প্রশাসন বা রাষ্ট্রে যতগুলো অঙ্গ আছে সেটা যখন ভেঙ্গে পড়েছিল। শুধু মন্ত্রণালয়ের বাইরে যে সব চ্যালেঞ্জ ছিল পোশাকশিল্পে অস্থিরতা শিল্পাঞ্চল অস্থিরতা তাকে কেটে উঠা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল। আমরা ইতিমধ্যে প্রায় ৬০% এর মতন কার্যকর করতে সক্ষম হয়েছি বাকিটা সময়ের ব্যবধানে ঠিক হয়ে যাবে।








































আপনার মতামত লিখুন :