নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বন্দরের ২৪ ও ২৫ নং ওয়ার্ডের চৌরাপাড়া ঘন বসতিপূর্ণ এলাকা দিয়ে রেলের কর্ডলাইন নির্মাণের প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার ৮ আগস্ট সকালে চৌরাপাড়া কবি নজরুল প্রাইমারী স্কুলের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন বন্দর প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, বন্দর নাগরিক কমিটি (বনাক) সাধারণ সম্পাদক কবির সোহেল, সাংবাদিক লতিফ রানা, অ্যাডভোকেট নূর মোহাম্মদ, জহিরুল ইসলাম শাওন, মোহাম্মদ হোসেন, আবুল কালাম, শামিম সরদার, ইকবাল হোসেনসহ আরো অনেকে।
বক্তারা বলেন, নারায়ণগঞ্জ থেকে কুমিল্লার লাকসাম পর্যন্ত কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে রেল বিভাগ। ৪টি সম্ভাব্য রুট নির্ধারণ করে ফিজিবিলিটি স্টাডি ও সার্ভের কাজ চললেও ঘন বসতিপূর্ণ এলাকা দেউলী চৌরাপাড়া এলাকা দিয়ে রেলের কর্ডলাইন স্থাপনের পরিকল্পনা চলছে। অথচ এখান দিয়ে কলকারখানাসহ হাজারো পাকা-আধা পাকা স্থাপনা রয়েছে। তাই চৌরাপাড়া এলাকায় কর্ডলাইন নির্মাণ করা হলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন বাসিন্দারা। ক্ষতি এড়াতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে কর্ডলাইন নির্মাণের দাবি জানান এলাকাবাসী।
তারা অভিযোগ করেন, রেলের দুর্নীতিবাজরা তাদের দুর্নীতির মাধ্যমে পকেট ভারী করতে ঘন বসতিপূর্ণ এলাকা দিয়ে প্রকল্পটি নিতে চায়। এজন্য তারা এলাকাবাসীকে না জানিয়ে সভা করেছে। অথচ প্রকল্পটি ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশ দিয়ে নেয়া হলে ব্যায় দুর্নীতি দুটোই কমতো।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লক্ষণখোলা বাজারে গিয়ে শেষ হয়। এসময় তারা জান দিব জমি দিবনা, আবাসিক এলাকায় রেলের কর্ডলাইন মানি না মানবোনা সহ নানা ধরনের স্লোগান দেন।
আপনার মতামত লিখুন :